নোয়াখালী সোনাইমুড়ীতে পাকা সড়কের দাবীতে রাস্তায় নামল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নে ব্রজেরগাঁও খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তার বাড়ির দরজা পর্যন্ত সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার (৩০ আগস্ট) সকালে সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেনী পেশার অংশ গ্রহণ করেন।
এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো. ফারুক, আইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.মতিউর রহমান মানিক প্রমূখ।
বক্তারা বলেন এ সড়ক হয়ে প্রতিদিন সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদ্রাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করে।
নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.ইকরামুল হক জানান, আমাদের কর্মকর্তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.