নোয়াখালী সুবর্ণরে (নোবিপ্রবির বাস) প্রতিনিয়ত চলমান
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা পর্যন্ত। প্রতিনিয়ত শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
আজ বুধবার ( ১৭ এপ্রিল) মাননীয় ভিসি ড. এম অহিদুজ্জামান দুপুর ১টা ৩০ মিনিটের সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাসটি উদ্ভোধন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হওয়ায় সুবর্ণচরে বসবাসরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের দাবি বাস্তবায়ন হলো।
এতে শতাধিক শিক্ষার্থী ও বিশের অধিক কর্মকর্তাদের প্রতিদিনকার যাতায়তে অনুকূলে আসবে বলে জানিয়েছেন নোবিপ্রবির অধ্যায়নরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন নোবিপ্রবির বাস সুবর্ণচরে আসার মানে হলো, সুবর্ণচরের শিক্ষার হার বাড়া, পিছিয়ে পড়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীরা আরো উৎসাহিত হওয়া।
নোবিপ্রবির বাস উদ্বোধনের মধ্য দিয়ে সুবর্ণচর উপজেলার শিক্ষার মান, এবং ভবিষ্যতের পথ চলার স্বপ্ন লাভবান হবে জানিয়েছেন স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা। আজ এই সুবর্ণচর আলোকিত হওয়ার দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে পাঠরত সুবর্ণচরের এক ঝাঁক শিক্ষার্থীদের অবদান রয়েছে।
“সুবর্ণচর স্টুডেন্টস্ এসোসিয়েশন, নোবিপ্রবি” এর চলমান চেষ্টার সাথে বিশ্বদ্যালয়ের হিসাব পরিচালক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ও সাবেক প্রক্টর মো. মুসফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক সহযোগীয় বাস্তব অবস্থার কথা চিন্তা করে মাননীয় ভিসি ড. এম অহিদুজ্জামান তাঁর জন্মদিনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি এই বাস সেবা চালু করেন।
মাননীয় ভিসি ড. এম অহিদুজ্জামান সুবর্ণ সন্তানদের দিকে ভবিষ্যতের চিন্তা চেতনা করে সুবর্ণচর নোবিপ্রবির শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার জন্য এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসতে উচ্চকণ্ঠে আশ্বাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে সুবর্ণচরে সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষা এবং দীক্ষার দিক দিয়ে, বিভিন্ন কাজে সুবর্ণচরের নোবিপ্রবির অধ্যায়নরত শিক্ষার্থীরা সহযোগীতার হাত বাড়িয়ে সম্মান জানাবে বলে প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। উদ্ভোধন শেষে ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বাসটি চরবাটা খাসেরহাট রাস্তার মাথা থেকে সকাল ৭টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিবে। এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিকেল ৫:০০ টায় সুবর্ণচর উপজেলা চরবাটা খাসের হাট রাস্তার মাথায় পৌঁছাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.