নোয়াখালী সুবর্ণচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাকবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) রবিউল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) কেএইচ তাসফিকুর রহমান, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান সালমা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মুহীউদ্দিন, প্রোগ্রাম অফিসার মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, ইউপি চেয়ারম্যানগণ এবং স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় উক্ত সভায় সকল পেশাজীবীর পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিগণ সুবর্ণচরে বিভিন্ন পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.