নোয়াখালী বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলার এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (২৫)। সে অভিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশের দাবি, নজরুল ছাত্রশিবিরের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রাকিব হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।
বেগমগঞ্জ থানার (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ছাত্রলীগ নেতা রাকিব হত্যায় ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে বের হয়।
এ সময় ঘটনাস্থলে গেলে শিবিরকর্মী নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে নজরুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, পিস্তলের তিন রাউন্ড গুলি, তিনটি ছুরি ও পাঁচটি কার্তুজের খোসা জব্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.