নোয়াখালীতে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮

নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জনে। এ সময় নতুন করে ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮১৩ জনে।
গতকাল শুক্রবার (২৫ জুন) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষায় ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৫৪ জন, সুবর্ণচরে ৩ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৪ জন, কোম্পানীগঞ্জে ২৩ জন এবং কবিরহাটে ১৩ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮১৩ জন। যার মধ্যে সদরের ৪ হাজার ১৫৬ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৬৫৭ জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যার মধ্যে সদরের ২৬ জন আর বিভিন্ন উপজেলার ১০৯ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.