নোয়াখালীতে সিলিং ফ্যান খুলে পড়ে নির্বাহী ও প্রাণিসম্পদ কর্মকর্তা আহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন।

আজ শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই ঘটনাটি ঘটে।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পরিষদের তৃতীয় তলার হলরুমে আলোচনা সভা চলাকালে হঠাৎ মাথার উপরে থাকা চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আলোচনা সভা চলাকালে সিলিংয়ের রড থেকে ফ্যান খুলে পড়ে আমি মাথার সামনে আঘাত পাই। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম মাথায় ও গলায় আঘাত পান। বর্তমানে আমরা দুজনই আশঙ্কামুক্ত এবং ডাক্তারের পরামর্শে বাসায় আছি।

তিনি আরও জানান, উপজেলা পরিষদের মূল ভবনটি দীর্ঘদিনের পুরাতন। এ ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। পুরাতন ইলেকট্রিক যন্ত্রপাতিতেও ক্রটি রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.