নোয়াখালীতে সিএনজি’সহ বিপুল পরিমাণ বিদেশি মদ ও ফেন্সিডিল জব্দ! 

বিশেষ প্রতিনিধি: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট।
এরই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে একটি সিএনজি’সহ বিদেশি মদ ও ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে মাইজদী কিরণ হোটেল মোড়ে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য গুলো উদ্ধারমূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। অভিযানকালে শহরের কিরন হোটেল মোড়ে একটি সিএনজির গতিরোধ করলে সিএনজি রেখে দ্রুত পালিয়ে যায় চালক। পরে ওই সিএনজিতে অভিযান চালিয়ে ২০টি বোতলে থাকা ১৫ লিটার বিদেশি মদ ও ৯৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য জব্দের ঘটনায় আটককৃত বিসমিল্লাহ পরিবহনের সিএনজি চালকের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.