নোয়াখালীতে লাইসেন্স ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় লাইসেন্স ছাড়া কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবিরে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় পুলিশ তাদেরকে সহযোগিতা করেন।
এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবির বিটিসি নিউজকে বলেন, সেনবাগ উপজেলার কানকিরহাট বাজারে লাইসেন্স বিহীন ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা করায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুযায়ী কানকিরহাট ভিশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার মীর কামরুজ্জামান কবির।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বিটিসি নিউজকে বলেন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক লাইসেন্স না থাকলে অথবা মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নবায়ন না করে তারা ব্যবসা করলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই সকলের উচিৎ লাইসেন্স নিয়ে কেবল নেটওয়ার্ক পরিচালনা করা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.