নোয়াখালীতে বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত এমপি একরামুল

নোয়াখালী প্রতিনিধি: বুস্টার ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। উনি গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে জানতে পারলাম করোনা পজিটিভ হয়েছেন।
সাবাব চৌধুরী আরও বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভাল না। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারান্টাইনে আছেন। শারিরীক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ মতে হাসপাতালে ভর্তি করানো হবে। আমার বাবার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই।
একরামুল করিম চৌধুরীর চাচাতো ভাই এমরানুর রহমান চৌধুরী বলেন, কিছুদিন আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.