নোয়াখালীতে নিসচা’র মানববন্ধন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নোয়াখালী জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে জেলা মাইজদী প্রধান সড়ক টাউন হল মোড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধন অংশ নেন।
নিসচা জেলা কার্যকরি সদস্য ইয়াছিন সুমন এর সঞ্চালনায় জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো. জাহিদুর রহমান।
এসময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মামুন হোসেন, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আরিফ মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানীর প্রতিবাদে সোনাপুর-মাইজদী-চৌমুহনীতে চারলেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, শহরে ফুটপাত ও ফুটওভার ব্রিজ নিশ্চিত করা এবং যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ নোয়াখালী জেলার সড়ক দুর্ঘটনা রোধ করার লক্ষে কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
অন্যান্যদের মাঝে মানববন্ধনে অংশ নেন, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স ও আলোকিত মানবিক অর্গানাইজেশন সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.