নোয়াখালীতে নিরাপদ মোটরসাইকেল চালানো প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ হোন্ডা কোম্পানির আয়োজনে নোয়াখালীতে রহমান মটরস্ এর ব্যবস্থাপনায় নিরাপদ মোটরসাইকেল চালানো প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় হোন্ডা কোম্পানির প্রতিনিধি আহসান হাবিব এর সঞ্চালনায় রহমান মটরস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক (ইন্জিঃ) উসমান সরওয়ার আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যানবাহন পুলিশ পরিদর্শক এসএম আসাদুজ্জামান, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীপক রঞ্জন পাল, জেলা বিআরটিএ এর রেভিনিউ কর্মকর্তা সুজিৎ রায়, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন, জেলা পুলিশ-সার্জেন্ট আবদুল্যা নোমানী, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান ইসমাইল হোসেনসহ প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে রহমান মটরস এর শতাধিক গ্রাহককে হোন্ডা মটরস জাপান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক শহীদুল ইসলাম প্রশিক্ষণ দেন। এসময় রহমান মটরস এর অন্যান্য গ্রাহক ও হোন্ডা কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং রহমান মটরসের বিভিন্ন কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জিকজ্যাক ট্রেনিং, জরুরি মুহূর্তে থামানোর প্রশিক্ষণ, গাড়ির প্রতি যত্ন নেয়া, ট্রাপিক প্রসঙ্গে ধারনা, ভারসাম্য রক্ষার প্রশিক্ষণসহ একাধিক বিষয়ে প্রশিক্ষক দিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.