নোয়াখালীতে তিনটি ভুয়া ট্রাভেল এজেন্সিকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা 

নোয়াখালী প্রতিনিধি: ভিসা প্রসেসিং লাইসেন্স না থাকা এবং অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশের জন্য নোয়াখালীতে তিনটি ট্রাভেল এজেন্সিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারী) জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈকত রায়হান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
ও জনাব মোঃ মাসুদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করে।
নোয়াখালীতে তিনটি ট্রাভেল এজেন্সিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
এতে নোয়াখালী সদর উপজেলার মাইজদি কোর্ট ও পৌর বাজার এলাকায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন,২০১৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রিম লিংক ট্যুরস্ এন্ড ট্রাভেলস্, নোয়াখালী ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এবং আল জহির ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর প্রত্যেককে ভিসা প্রসেসিং লাইসেন্স না থাকা ও অননুমোদিত বিজ্ঞাপন প্রকাশের জন্য ৫০০০০ টাকা করে মোট ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক জনাব জসিম উদ্দীন। এছাড়াও আইন- শৃঙ্খলা রক্ষায় সুধারাম থানা পুলিশ সহায়তা করেন।
এসময় আদালত সাধারণ জনগণসহ আসন্ন হজ্ব মৌসুমে যেন কোন হাজী প্রতারণার স্বীকার না হন এ বিষয়ে সতর্ক করেন। অন্যদিকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার কথাও জানান ভ্রাম্যমাণ আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.