নোয়াখালীতে কাজ তদারকি করতে গিয়ে ভবন মালিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করতে গিয়ে অসাবধানতা বশত লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে।

নিহত জাকির হোসেন (৫৪) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মৃত আজিজুল হকের ছেলে।

আজ মঙ্গলবার (০১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, সকালে তার নিজের নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় শ্রমিকরা পানি দেয়। ওই সময় তিনি কাজের তদারকি করছিলেন। একই সময়ে ভবনে বিদ্যুৎ ছিলনা। এ সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় লিকেজ একটি বৈদি্যুতিক তার সরাতে গেলে বিদ্যুৎ চলে আসে। একপর্যায়ে লিকেজ ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি ৫ সন্তান্তের জনক ছিলেন। সন্ধ্যার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হোসেন বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.