নোয়াখালীতে ইউপি সচিব নিয়োগে প্রক্সি পরীক্ষার্থী আটক, ৩ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগ পরীক্ষার কেন্দ্র্র থেকে এক প্রক্সি শিক্ষার্থীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত, প্রক্সি পরীক্ষা মোশারফ হোসেন (২৯), সে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারী) নোয়াখালী জেলা স্কুলে এ ঘটনা ঘটে।
পরে অভিযুক্ত যুবককে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ফোনে ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার সকাল ১১টার দিকে অভিযুক্ত যুবক প্রকৃত পরীক্ষার্থীর এর্ডমিট কার্ড জালিয়াতি করে (লিখিত) প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা কেন্দ্র থেকে আমি তাকে হাতেনাতে আটক করি। স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পরে অভিযুক্ত যুবককে সাজা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.