নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লা ফারুকের নেতৃত্বে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সামনে থেকে এক বণ্যাঢ্য র‌্যালি হাসপাতাল সড়ক ও মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নার্স দিবস উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাঃ মো.আব্দুছ ছালাম, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডাঃ হাসিনা জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক আবু নাছের,  ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শারমিন সুলতানা, সাধারন সম্পাদক নার্গিস আক্তার প্রমূখ।
২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন বিটিসি নিউজকে বলেন, বর্তমানে হাসপাতালে সেবার মান আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আরও অতিরিক্ত ৫০ জন নার্স নিয়োগ দিলে আরও সেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.