নোয়াখালীতে আদালত পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে খুলে দেয়ার দাবীতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে।
আজ বুধবার (০২জুন) বেলা সাড়ে ১১টায় জেলা জজকোর্ট-প্রেসক্লাব সড়কে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচীতে কয়েক শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ ভূঞা, সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েল, সিনিয়র আইনজীবী গোলাম আকবর প্রমূখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময় সরকার সবকিছু খুলে দিয়েছে, শুধু বন্ধ করে রেখেছে আদালত। আদালত বন্ধ রেখে করোনা মোকাবেলা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা।
তারা আরও বলেন, দীর্ঘ সময় আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষ ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে আইনজীবীদের পেশাও হুমকিতে পড়েছে। সরকার বড় ধরনের রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
তাদের দাবী, একটি মহল আদালত বন্ধ করে দিয়ে দেশে মার্শাল ল’ জারী করার পাঁয়তারা করছে। দ্রুত আদালত খুলে না দিলে দেশের সকল আইনজীবী ন্যয় বিচার প্রতিষ্ঠা ও তাদের পেশাকে বাঁচিয়ে রাখতে রাস্তায় নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুশিয়ারি দেন তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.