নোয়াখালীতে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটা, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অটিজম বিষয়ক সচেতনতার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় নোয়াখালীতে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যালয়ে এদিবসটি উৎযাপিত হয়।
এসময় ডা. সৈয়দ মোঃ কামরুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা. এমএ কাসেম, ডা. জসিম উদ্দিন, ডা. আলা উদ্দিন খোকন, ডা. আশিস কুমার দেবনাথ, ডা. বি এল নাগ, ডা. হাসিনা জাহান, ডা. তারানা হক,অটিজম স্কুলের অধ্যক্ষ রুভেন আক্তার মনি, এএসএম শাহেদ উদ্দিন, সুবর্ণ টিভি ও এটিভি নিউজের চেয়ারম্যান  মোঃ আরিফ মাহমুদ,স্বপ্ন-এক চিলতে হাসির ভলেন্টিয়ার  বৃন্দ, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.