নোয়াখালী কোম্পানীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান আহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল ও বাটারি চালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী সফি উল্যাহ (৬৬) গুরুত্বর আহত হয়েছেন।

এই ঘটনা গতকাল রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজর এলাকায় ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি এ প্রতিবেদককে ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.