নৈশভোজে যা যা খেলেন জি-৭ নেতারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তখন জাপানের হিরোশিমায় জি-৭ নেতারা নৈশভোজ করেন।
রিয়োকান নামের যে স্থানে তারা নৈশভোজ করেন সেখানে রয়েছে একসঙ্গে গোসলের ব্যবস্থা, খাবার পরিবেশনের সুবিধা এবং বিশ্রামের কক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নেতাদের খাবারের একটি তালিকা প্রকাশ করেছে।
মুকো হাসুন
# ভাঁপে রান্না নোমি ঝিনুক, সঙ্গে ইউকি ক্যাভিয়ার।
# মেরিনেট করা জাপানি চিংড়ি।
# গ্রিল করা জেনপেই-ইয়াকি বাঁশ কোড়ল।
# ডুবো তেলে ভাজা কাঁকড়া, মোনাকা, ঢ্যাঁড়স, ভুট্টা।
ইকিজু ইসাই
# সামুদ্রিক ব্রিম মাছ ও মাতসুতাকি মাশরুমের পরিচ্ছন্ন স্যুপ।
# অ্যারারুট, ব্রাকেন ফার্ন ও সবুজ ইউজু নামের এক ধরনের কমলা।
হিরাবান ও আওয়াসেবাচি
# সিদ্ধ স্টোনফিশ, সিদ্ধ সোনালী লবস্টার।
# শীতকালীন তরমুজ, উদো নামক সবজি, সামুরাই স্ক্যালিয়ন।
তমেজাকানা ও গোহান
# আজিরো-গ্রিলড চিকেন গ্র্যান্ট (এক ধরনের মাছ), সামুদ্রিক লাল শজারু, উরুকা বেগুন।
# ইয়োশিওয়া ওয়াসাবি, আয়ুতাদে জলমরিচ।
# আনাগো ঈল সুশি, ফুলেল মিয়োগা, তাজা আদা।
হিরোশিমা সুইটস
# সিদ্ধ আডজুকি মটরশুটি, ওয়াসানবন (এক ধরনের চিনি)। এতে সেতো সয়াসসের ফ্লেভার যুক্ত।
# ভাঁপে তৈরি মমিজি মানজু বন, মিয়োশি-মাই কামিনারি নামের চালের পিঠা, হাসাকু অরেঞ্জ ডাইফুকু (কমলা ভেতরে দিয়ে তৈরি এক ধরনের পিঠা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.