নৈতিকতার প্রশিক্ষণের শর্তে ইরানে ২ নারী সাংবাদিকের সাজা স্থগিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে দুই নারী সাংবাদিকের কারাদণ্ডে শিথিলতার সুযোগ দিয়েছে আদালত। তিন বছরের সাজার বদলে তাদের এক মাস কারাভোগ করতে হবে। ওই সাজা স্থগিত থাকবে পাঁচ বছরের জন্য। এ সময়ে তাদের পেশাদার নৈতিকতার প্রশিক্ষণ নিতে হবে। করা যাবে না দেশত্যাগ।
ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই সাংবাদিকদের কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন নেগিন বাঘেরি এবং এলনাজ মোহাম্মদী। তাদের আইনজীবী আমির রাইসিয়ান জানান, আদেশ অনুযায়ী তাদের সাজার ৪০ ভাগের বা এক ভাগ অর্থাৎ এক মাসেরও কম সময় জেলে থাকতে হবে।
এলনাজ মোহাম্মদীর কর্মস্থল ‘হাম মিহান দৈনিক পত্রিকার’ বরাতে রোববার (৩ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান এ সংবাদ প্রকাশ করে। হাফত-ই সোবের সংবাদকর্মী ছিলেন নেগিন।
মোহাম্মদীর বোন এলাহেও সাংবাদিকতা করতেন। পুলিশ হেফাজতে মারা যাওয়া মাহসা আমিনিকে নিয়ে করা প্রতিবেদনের জন্য এলাহেকেও কারাগারে যেতে হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর আমিনির মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে।
বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, আমিনির মৃত্যুবার্ষিকী ঘিরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের গত মাসের প্রতিবেদন মতে, ওই বিক্ষোভের পর ইরান সরকার ৯০ জনের বেশি সাংবাদিককে গ্রেপ্তার এবং জবাবদিহির মুখোমুখি করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.