নেশা জাতীয় দ্রব্যে ধংসের মুখে যুব সমাজ

কুড়িগ্রাম প্রতিনিধি: জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর তামাক ও তামাকজাত পন্য। তাই এ পণ্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন জান্নাতী মহিলা উন্নয়ন সমিতি।
সংগঠনের সভানেত্রী ফাতেমা বেগম ও সদস্যরা উপজেলার বিভিন্ন হাট বাজার ও চায়ের দোকানে তামাকজাত ও ধুমপান স্বাস্থ্যের ক্ষতিকর বিষয়ে নানা মুখী সচেতনতামূলক আলোচনা অভিযান চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের তামাকের ব্যাবহার কমিয়ে আনতে সহজ ও শক্তিশালী একটি কর নীতি প্রনয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তামাক নিয়ন্ত্রন সংগঠন এবং রাষ্ট্রের কল্যান প্রত্যাশী নীতি নির্ধারক ও জন প্রতিনিধিরা তামাক জাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবী জানিয়ে আসলেও প্রতি বছর তামাক কোম্পানীগুলো তামাক জাত দ্রব্যের উপর কর বৃদ্ধি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে গ্রহণ করে নানা অপকৌশল।
সাম্প্রতি জান্নাতী মহিলা উন্নয়ন সমিতি ওয়ার্ক কর এ বেটার বাংলাদেশ (ডবিøউবিবি) ট্রাস্টের টেকনিক্যাল সাপোর্টে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় তামাক ও ধুমপান নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার উপজেলার পায়ড়াডাঙ্গা বাজারে যুবকরা ধুমপান বর্জন প্লাকার্ড হাতে নিয়ে প্রতিজ্ঞা করেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সমিতির কর্মীবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.