নেপালে ভূমি দখল করছে চীন : বিবিসি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিরুদ্ধে নেপাল সীমান্তে ভূমি দখলের অভিযোগ উঠেছে। প্রথমবারের মতো এটাই ভূমি দখলের আনুষ্ঠানিক অভিযোগ। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করে কাঠমান্ডুর চীনা দূতাবাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব জানিয়ে এক প্রতিবেদনে বলেছে, দুই দেশের যৌথ সীমান্তে ভূমি দখলের নেপালি অভিযোগের অপ্রকাশিত নথিপত্র হাতে পেয়েছে তারা।
আজ মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে নেপালের ভূমি কমিশন অভিযোগ করে বলে, তাদের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী হুমলা জেলায় চীন কিছু জমির দখল নিয়েছে। যদিও নেপালের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে কাঠমান্ডুর চীনা দূতাবাস।
এ ছাড়া বিবিসিকেও ভূমি দখলের অভিযোগের সত্যতা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি নেপালি কর্তৃপক্ষ। এমনকি নেপালের ভূমি কমিশনের ওই প্রতিবেদনটিও কাঠমান্ডু প্রকাশ করেনি।
ধারণা করা হচ্ছে, বড় দুই প্রতিবেশি চীন ও ভারতের সঙ্গে সম্পর্কে ভারসাম্য আনতে নেপাল সরকারের নয়াকৌশলের কারণেই নেপালি ভূমি কমিশনের প্রতিবেদনটি অপ্রকাশিত রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.