নেদারল্যান্ডসে লকডাউন’র প্রতিবাদে বিক্ষোভ, পুলিশ’র গুলিতে বিদ্ধ ২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের লকডাউন এবং দিয়েছে দেশটির সরকার। সেইসঙ্গে বিধিনিষেধে কড়াকড়ি করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পাস নিয়ে চলাফেরা বাধ্যতামূলক করার পাশাপাশি দেশটিতে নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সরকারের এসব  সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হলে তাতে বাধা দেয় পুলিশ। সেখানেই সংঘর্ষে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির রোটেরডাম শহরে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেয়। এতেই বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয় এবং বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় ডাচ পুলিশ। এতে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় জলকামানও  ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
রোটেরডাম পুলিশের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, “বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠেছিল। সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কা সৃষ্টি হয়েছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালিয়েছে পুলিশ।”
সম্প্রতি ইউরোপের দেশগুলোতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে অস্ট্রিয়ায়।
হঠাৎ সংক্রমণ বাড়ায় এটিকে ইউরোপে করোনার ‘চতুর্থ ঢেউ’ও বলছেন অনেকে। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.