নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হতে পারে দক্ষিণ আফ্রিকা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ আসরের ওয়ানডে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। এবার তৃতীয়বারের মতাে আবারও অঘটনের মুখে পড়তে যাচ্ছে প্রােটিয়ারা।
শনিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৪ রানের রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। তবে সে রান মামুলি রান তাড়া করতে নেমেও সুবিধাজনক অবস্থায় নেই দক্ষিণ আফ্রিকা।
শনিবার (৮ জুন) নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মার্করাম। শুরু থেকে ধুঁকতে ধুঁকতে নেদারল্যান্ডসের সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে মোটে ১০৩ রান।
ডাচদের হয়ে ৪৫ বলে সর্বােচ্চ ৪০ রান করেন এঙ্গেলব্রেখট। দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ২৩ রান আসে লোগান ভ্যান বিকের ব্যাট থেকে।
প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন বার্টম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই রান আউটে কাটা পড়েন কুইন্টন ডি কক। দ্বিতীয় ওভারে রেজা হেনড্রিক্সকে বােল্ডকে প্রথম ধাক্কাটা দেন লোগান ভ্যান বিক। তৃতীয় ওভারে এসে উইকেট বিলিয়ে দেন অধিনায়ক অ্যাইডেন মার্করাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে ১৪ রান। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হয়েছেন হেনরিখ ক্লাসেন। এখন ক্রিজে আছেন ট্রিস্তান স্টাবস এবং ডেভিড মিলার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.