আইন-আদালতবিটিসি ক্রাইম নিউজব্রেকিং নিউজ নেত্রকোনায় চীনা নাগরিকসহ আটক-২ By বার্তা কক্ষ On সেপ্টে. ১৫, ২০২৫ Share নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চায়না নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একই অভিযানে তিন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। আটকরা হলেন: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়ার ফরিদুল ইসলাম (দালাল) এবং চীনা নাগরিক লি ওই হাও (৩২)। উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন: আলফা আক্তার (১৬), পিতা- রুবেল মিয়া, গ্রাম- কমলপুর, কেন্দুয়া পৌরসভা। বৃষ্টি (১৭), পিতা- মৃত বছর উদ্দিন, গ্রাম- গোপী নদী, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর। লিজা আক্তার (২০), পিতা- মহর উদ্দিন, গ্রাম- গগডা (নানার বাড়িতে স্থায়ীভাবে থাকে), ইউনিয়ন- মোজাফরপুর, থানা- কেন্দুয়া। নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ভিকটিমদের থানায় নিরাপদে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.