নেতানিয়াহুর সংস্কারের বিরুদ্ধে উত্তাল ইসরাইল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলি নাগরিকরা বিক্ষোভ করছেন। সংবাদমাধ্যমগুলো বলছে, টানা ৩১ সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।
আন্দোলনকারীরা বলছেন, নেতানিয়াহু বিচার ব্যবস্থাকে পদ্ধতিগতভাবে ভেঙে ফেলেছেন।
আগের দিন, তেল আবিবে ফিলিস্তিনি এক যুবকের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ কারণে বিক্ষোভের আগে পুলিশ ও বিক্ষোভকারীরা সতর্ক ছিল। তেল আবিবে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দেয় সরকার।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তিসঙ্গততা স্ট্যান্ডার্ড আইন বিলুপ্তের বিরুদ্ধে আগামী মাসে হাইকোর্টে শুনানি হবে। নেতানিয়াহু এবং তার মন্ত্রিপরিষদ তাদের বিরুদ্ধে রায় গেলে তা মান্য করবে না বলে ঘোষণা দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.