BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটরের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারি পরোয়ানার তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

তবে, গ্রেফতারি পরোয়ানার পুরো তালিকা প্রকাশ করেনি ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি পরিচালিত যুদ্ধকে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিযোগ করে আসছে তুরস্ক।

প্রসিকিউটরের অফিসের বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি হামলায় ৫০০ জন নিহত হন, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে।এছাড়া গাজাকে অবরুদ্ধ করে মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গাজায় তুরস্ক নির্মিত ‘তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ইসরাইল গত মার্চ মাসে বোমা হামলায় ধ্বংস করে।

গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় একে ‘প্রচারমূলক নাটক’ বলে অভিহিত করেছে ইসরাইল। এক্স পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বলেন, ‘স্বৈরাচারী এরদোয়ানের এই নতুন প্রচারণামূলক নাটককে ইসরাইলে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।’

অন্যদিকে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামাস তুরস্কের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘এটি তুর্কি জনগণ ও তাদের নেতাদের ন্যায়বিচার, মানবতা ও ভ্রাতৃত্বের প্রতি অঙ্গীকারের প্রতিফলন, যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের আন্তরিক অবস্থানকে প্রকাশ করে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আদমদীঘির চাঁপাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সারোয়ারের ইন্তেকাল, শোক প্রকাশ বাগমারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত এবার নিউইয়র্ক নিয়ন্ত্রণে লড়বেন ট্রাম্পের ঘনিষ্ঠ এলিস স্টেফানিক নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইতালিতে যাওয়ার আগে ভাষা শেখা কেন জরুরি? রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র মেক্সিকোর প্রেসিডেন্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো পেরু টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত