নেতাজির ট্যাবলো নিয়ে চলছে টানাপোড়েন

কলকাতা (ভারত) প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার নেতাজি সংক্রান্ত ট্যাবলো নিয়ে চলছে চিঠি চালাচালি।
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠিতে নেতাজি ও আই এন-এ সংক্রান্ত ট্যাবলোকে দিল্লির রাজপথে প্রদর্শনের অনুরোধ করেছেন।
তিনি চিঠিতে উল্লেখ করে বলেন, নেতাজি তাঁর আজাদহিন্দ বাহিনীর কাজকর্ম সম্পর্কে দেশবাসীর আবেগ তথা স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস গাথা আছে। এটা দেশবাসীর সংগ্রামী আবেগের সাথে জড়িত। তাই নেতাজির ট্যাবলোকে রাজপথে কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রদর্শনের জন্য পুনর্বিবেচনা করা হোক।
কংগ্রেস নেতা শ্রী অধীর চৌধুরীও প্রধানমন্ত্রীর কাছে একই দাবি রেখেছেন।
বিজেপির নেতা ও নেতাজির প্র-পৌত্র চন্দ্র বসু এক সাংবাদিক সাক্ষাতকারে বলেন,নেতাজিকে নিয়ে অহেতুক সমালোচনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই নেতাজির ট্যাবলো প্রদর্শনকে মেনে নিয়েছেন।
যদিও রাজ্য সরকার এখনও কোন লিখিতভাবে কিছু পায়নি বলে সূত্র মারফত জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.