নেতাজির জন্মদিনে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী দাবী তুললেন মুখ্যমন্ত্রী, এলেন প্রধানমন্ত্রী রাজ্যে

কলকাতা প্রতিনিধি: নেতাজির জন্মদিনে কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু কলকাতাই নয়, দেশের চার প্রান্ত চারটি রাজধানী ঘোষণা করার দাবি জানিয়েছেন মমতা৷ দিল্লিতেই কেন রাজধানী সীমাবদ্ধ হয়ে থাকবে, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ দেশের চারটি রাজধানীতে ঘুরিয়ে ফিরিয়ে দেশের চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি তুলেছেন মমতা ৷
মমতার প্রস্তাব অনুযায়ী কলকাতার পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতেও একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷ উদাহরণ হিসেবে দক্ষিণের কেরল অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কোনও একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করার কথা বলেন মমতা ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে৷ গাঁধিজি বেলেঘাটায় এসে আন্দোলন করতেন ৷ নবজাগরণ, বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল ৷ বাংলা কোনও অবহেলা সইবে না৷ নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয় ৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে ৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক ৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার ৷ ‘
নেতাজির জন্মদিন উপলক্ষে এ দিন শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা করেন মমতা ৷ তার পর রেড রোডের সভা থেকেই নেতাজিকে উপেক্ষা করা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি ৷ একই সঙ্গে টেনে আনেন বাংলাকে বঞ্চনা, অবহেলার অভিযোগও৷ বিধানসভা নির্বাচনের আগে যার মধ্যে মমতার রাজনৈতিক কৌশল স্পষ্ট ৷
নেতাজির জন্মদিনকে কেন দেশনায়ক দিবস এবং জাতীয় ছুটি হিসেব ঘোষণা করা হবে না, সেই প্রশ্নে ফের সরব হন মমতা৷ তবে আজ নয় কাল এই ঘোষণা কেন্দ্রকে করতে হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ৷ নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত কলকাতা বন্দরের নাম বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগেই নেতাজি স্মরণের মঞ্চকে ব্যবহার করে কেন্দ্রের উপরে চাপ বাড়াতে এর পর চার রাজধানীর দাবিতে সরব হন মমতা ৷ যার মধ্যে অন্যতম কলকাতাকে ঘোষণা করার দাবি জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা ৷’
প্রসঙ্গত, ১৭৭২ থেকে ১৯১১ পর্যন্ত ভারতের রাজধানী ছিল কলকাতা বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ কলকাতাকে দেশে অন্যতম রাজধানী হিসেবে ঘোষণা করার মমতার এই দাবির পিছনে ভোট অঙ্কই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এই ইস্যুতে যেমন একদিকে রাজ্যের বড় অংশের মানুষের সমর্থন মেলার সম্ভাবনা রয়েছে, সেরকমই একাধিক রাজধানীর কথা বলে দেশের বাকি অংশ থেকেও এই দাবিতে সমর্থন জোগাড় করার পথ সুগম করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ বিষয়ে দিল্লিতে সরব হওয়ার জন্য তৃণমূলের লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোুপাধ্যায়কেও নির্দেশ দেন মমতা৷ যদিও মুখ্যমন্ত্রীর এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.