নুরের ১০ রানে ৪ উইকেট, আফগানদের তিনে তিন

বিটিসি স্পোর্টস ডেস্ক: হারারেতে স্পিনারদের দিন কাটলো। যেখানে সবচেয়ে উজ্জ্বলতা ছড়ালেন নুর আহমেদ। এই স্পিনার অভিষেকেই রেকর্ড গড়লেন। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
আফগানিস্তানের জার্সিতে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে এনে দিয়েছেন ৩৫ রানের দুর্দান্ত জয়। যে জয়ে জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।
মঙ্গলবার হারারের তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনারদের দাপটের ম্যাচে আফগানিস্তানের স্কোর বেশিদূর যায়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১২৫ রান। লক্ষ্য সহজ হলেও জিম্বাবুয়ের জিততে পারেনি। নুরের স্পিন ভেল্কিতে ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রান করতে পারে আফ্রিকান দেশটি।
জিম্বাবুয়ের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন আফগান স্পিনাররা। রশিদ খান উইকেট নিয়েছেন একটি, তবে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৮ রান। শরাফউদ্দিন আশরাফও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১৩ রান দিয়ে তার শিকার ২ উইকেট। তবে সবাইকে ছাপিয়ে গেছেন নুর। অভিষেকেই নিজের জাত চিনিয়েছেন ১৭ বছর বয়সী তরুণ। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। যা আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।
আফগান বোলারদের সামনে সর্বোচ্চ ১৫ রান করেছেন রায়ান বার্ল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান ওয়েসলি মাধেভেরের।
এর আগে ব্যাটিংয়ে নামা আফগানরাও সুবিধা করতে পারেনি। সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ নবি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আফসার জাজাইয়ের। ইহসানউল্লাহর ব্যাট থেকে আসে ২০ রান।
সিকান্দার রাজা ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তার সমান ২ উইকেট পেতে বার্লের খরচ ২২ রান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.