ঢাকা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে হাসপাতালে যান মির্জা আব্বাস।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং নূরের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন।
পরে হাসপাতাল প্রাঙ্গণে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, “নূর অত্যন্ত সাহসী। তার ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ তার পাশে আছে। নূরের চিকিৎসা ও সুস্থতার জন্য মানুষ প্রার্থনা করছেন।”
এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “সে ছোটখাটো অনেক বিষয় মনে রাখতে পারেন না, তার মেমোরি লস। তার শারীরিক অবস্থার কোনো উন্নত হয়নি এখনো। মাথা ঘুরায়, নাক দিয়ে পানি ঝড়ে এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। সরকার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আশ্বাস দিলেও সরকারের একটি মহল চায় না তার শারীরিক অবস্থার উন্নতি হোক।” এছাড়া, শুক্রবার জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুরের বিষয়ে গণধিকার পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান রাশেদ খান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.