নীলফামারীর ডোমারে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আকতার সুমি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, ডোমার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন আলী, পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল, ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, ডিমলা ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম।
উল্লেখ্য, যে উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সুধীজন, উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.