নীলফামারীর ডিমলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার 

নীলফামারী প্রতিনিধি:  নীলফামারীর ডিমলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত হয়। জানাগেছে, ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: এমদাদুল হক প্রামানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়।
সেমিনারের শুরুতেই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সকল কার্যক্রম তুলে ধরে পর্যালোচনা করেন।
এছাড়াও সেমিনারে সুফলভোগী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। সেমিনারে দক্ষ উদ্যোক্তা তৈরীসহ বিনা সুদে ‍ঋণ দেওয়া ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.