নীলফামারীর জলঢাকায় প্রকল্প প্রারম্ভিক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তি শালী করনে তরুন সমাজ শীর্ষক (যুক্ত) প্রকল্প, প্রকল্প প্রারম্ভিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যান পরিষদের উদ্দ্যোগে, বি এম জেট ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম, কৃষি কর্মকর্তা মীর আহসান বান্না,মানব কল্যান পরিষদের কর্মকর্তা আব্দুর রহিম, তামান্না, সাজ্জাদ হোসেন,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ মানব কল্যান পরিষদের কর্মকর্তা বৃন্দ।
সভায় মানব কল্যান পরিষদের বিভিন্ন  প্রকল্পের বাস্তবায়ন ও উদ্দেশ্যে সম্পর্কে অবহিত করে ও মতবিনিময় করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.