নীলফামারীর জলঢাকায় এক মাদক ব্যবসায়ী আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে  থানা পুলিশ। জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল সারে ১০ টায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন থেকে এ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
আটককৃত হলেন, ডিমলা উপজেলার দক্ষিন সোনাখুলি মো: নুর ইসলাম এর পুত্র মোঃ ফরিদুল ইসলাম (১৯)।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি চেকপোস্ট বসিয়ে সকাল ১০ টা ৩০ মিনিট উপজেলার পশ্চিম গোলমূন্ডা এলাকায় গাড়ী তল্লাশী করে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও ১ টি পালসার মোটর সাইকেল আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২৫ তাং ১৪/০৬/২৪ খ্রীঃ ধারা-২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ)/১৪(খ) রুজু করা হয়।
এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন,বর্তমানে মাদকের বিরুদ্ধে অভিযান জোরালো তৎপরতা চলমান আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.