নীলফামারীর জলঢাকায় ইউএনওর প্রেস ব্রিফিং 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন ইউএনও ময়নুল ইসলাম।
সোমবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবি এম সারোয়ার রাব্বি, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, প্রকৌশলী শিশির চন্দ্র রায় ও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন সহ বিভিন্ন মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দগন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বলেন, চতুর্থ পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে ১২৮ টি ঘর বরাদ্দ দেওেয়া হয়। গোটা উপজেলায় মোটা ১২ শত ৩২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলঢাকা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.