নিয়োগ পরীক্ষা চলাকালীন কেএমপি’র কতিপয় নিষেধাজ্ঞা জারী

খুলনা ব্যুরো :  শনিবার(২৬ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা মেট্রোপলিটন এলাকায় এ পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতাবলে আদেশ জারী করেছেন।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে দুই’শ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কেউ কোন প্রকার লাউড ¯িপকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন এলাকায় মোট ২৪টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.