নিষেধাজ্ঞা কর্মস্থল ত্যাগে রবিবার থেকে পাটকলে ঈদের তিন দিনের ছুটি

খুলনা ব্যুরো: ঈদ উল ফিতরে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মাত্র তিন দিনের ছুটি দেয়া হলেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কর্মস্থল ত্যাগের। আগামীকাল রবিবার (২৪ মে) থেকে ছুটি কার্যকর হবে,মিল খুলবে আগামী বুধবার (২৭ মে)।
গত ১৭ মে বিজেএমসির সচিব এএফএম এহতেশামুল হক স্বাক্ষরিত একটি পত্রে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে পাটকলে তিন দিনের ছুটি দেয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন মিলসমূহের প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি এবং খাদ্য অধিদপ্তরের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক করোনার প্রাদুর্ভাবের সংকট মোকাবেলায় জরুরী কৃষিসেবার আওতাধীন পাটের বস্তা নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহের স্বার্থে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে পরবর্তী খাটুনীর মাধ্যমে অতিরিক্ত ছুটি সমন্বয়ের শর্তে আগামী ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন মিলের ছুটি অনুমোদন দেয়া হলো।
এতে আরো উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিকালীন কোন কর্মকর্তা, কর্মচারী/শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.