নিষেধাজ্ঞা ইউরোপের ওপরই আঘাত করেছে : হাঙ্গেরি প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা ইউরোপের ওপরই আঘাত করেছে। এগুলোর প্রভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। 
সোমবার হাঙ্গেরির সংসদে ভিক্টর অরবান ইতালির প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ইউরোপের সরকারগুলো ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেছেন, প্রতিবেশী ইউক্রেনে লম্বা সময়ের জন্য যুদ্ধ হবে এটি মাথায় রেখে হাঙ্গেরির জনগণকে প্রস্তুতি নিতে হবে।
ভিক্টর অরবান নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে বলেছেন, এগুলো অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা। কারণ এগুলো ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা আরোপ করেছে।
তিনি ঘোষণা দিয়েছেন, ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা নিয়ে সাধারণ হাঙ্গেরিয়ানদের মতামত নেবেন। তাদের জিজ্ঞেস করবেন, তারা কি রাশিয়ার ওপর আরও নতুন নিষেধাজ্ঞা আরোপে সম্মতি দেবেন কিনা এবং বর্তমান নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে আছেন কিনা।
এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ছয়টি প্যাকেজে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ ষষ্ঠ প্যাকেজের নিষেধাজ্ঞা নিয়ে অসম্মতি জানিয়েছিল হাঙ্গেরি। (সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, টাস নিউজ)। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.