নিষিদ্ধঘোষিত ফিলিস্তিনি সংগঠনকে উল্টো ক্ষতিপূরণ দিচ্ছে ফ্রান্স!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে কট্টর ডানপন্থী উগ্রবাদী সংগঠনের প্ররোচনায় ফিলিস্তিনের সমর্থক দুটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল দেশটির সরকার।এগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। 
প্যালেস্টাইন ভেইনক্রা এবং কমিটি একশন প্যালেস্টাইন নামে ফিলিস্তিন সমর্থক ওই দুই সংগঠন গত মার্চে ফ্রান্সের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করে।
পরে আদালতের নির্দেশে এ ব্যাপারে তদন্তের পর সংগঠন দুটির বিরুদ্ধে আনা কোনও অভিযোগই প্রমানিত হয়নি।
এ কারণে গত সপ্তাহে ফ্রান্সের শীর্ষ আদালত ফিলিস্তিনি ওই সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ৩ হাজার ডলার করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে সরকারকে।
আদালতের এ আদেশকে স্বাগত জানিয়ে উগ্রবাদী ও মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো রাজনৈতিক সংগঠনগুলোর গালে সপাটে চড় বলে মনে করছে ফিলিস্তিনি সংগঠনগুলো। (সূত্র: আরব নিউজ) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.