বিশেষ প্রতিনিধি:সর্বস্তরের মানুষের আইনি সেবার লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবুসালেহ মোঃ সায়েমের ‘ল’ টেম্পল এর উদ্বোধন করা হয়।
গতকাল রাজধানীর বিজয় নগরে জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চেম্বার উদ্বোধন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ‘ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল’ টেম্পল শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আমাদের দেশে অনেক গরিব মানুষ থাকায় এখানে মানুষের আইনি সেবা দেওয়ার সুযোগ অনেক বেশি। গরিব মানুষের সেবা করার মধ্যে অনেক তৃপ্তি থাকে, কনিষ্ঠ আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আবু সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স) ও এল এল এম ডিগ্রি অর্জন করে ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও এল এল বি (অনার্স) ডিগ্রি লাভ করেন এবং ইউনিভার্সিটি অব ল এ বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যে আইন পেশায় থাকার পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যারিস্টার আবু সায়েম বলেন সর্বস্তরের মানুষের জন্য এই ‘ল’টেম্পল তৈরি করা হয়েছে।
বিশেষ করে হতদরিদ্র নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা দেওয়ার পাশাপাশি দেওয়ানী, ফৌজদারী,কর্পোরেট, মানবাধিকার ও পরিবার আইনসহ বিভিন্ন শাখায় আইনি সেবা প্রদান করা হবে। এটি হবে গণমানুষের কণ্ঠস্বর ও ন্যায়ের প্রতিচ্ছবি।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আইনজীবী সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এতে অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষপ্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.