নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের মানববন্ধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রাজশাহীতে নির্মাণ শ্রমিক হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
জেলা শাখার সভাপতি আবদুল কাইউমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইনসাব’র প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মজিবুর রহমান ভিখু ও এবরান আলী, বনিক সমিতির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ব্যবসায়ী আলহাজ্ব হাম্মাদ আলী, জাসদ নেতা আব্দুল মজিদ, সংগঠনের সদস্য রাকিবুল আলম, নিহতের পিতা গোলাম মোস্তফা, ভাই আব্দুল মমিন, স্ত্রী সুমি খাতুন, মেয়ে রাবেয়া বাশরী, সংগঠনের বারঘরিয়া ইউনিটের সাধারণ সম্পাদক অসীম আলীসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা দুই নির্মাণ শ্রমিককে নির্মমভাবে অত্যাচার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিসিক এলাকার মডার্ণ ফুড ইন্ডাস্ট্রিজের মালিক আব্দুল্লাহ, তার শ্বশুর সুমনসহ ৪/৫ জন রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম ও তার সহকারী রেজাউল করিমকে অমানবিক অত্যাচার চালিয়ে হত্যা করে। নিহত রাজমিস্ত্রি রাকিবুল (৩৫) শিবগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে এবং দুই কন্যা সন্তানের পিতা। সহকারী রেজাউলের বাড়ি নওগাঁ জেলায়। টাকা চুরির মিথ্যা অভিযোগে তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এঘটনায় মামলা হলে ৪ জনকে আটক করা হয়েছে বলে মানববন্ধন থেকে জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.