নির্মাণ শেষের আগেই কুয়াকাটায় গার্ডার ব্রিজ বিধ্বস্ত

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দোভাসীপাড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিধ্বস্ত হয়ে পড়ল গার্ডার ব্রিজ। আজ রবিবার (২৭ জুন) সকালে ব্রিজটি ধসে পড়ে।
পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান বিটিসি নিউজকে জানান, ২৮ দিন আগে ব্রিজের স্লাবটি ঢালাই দেওয়া হয়। আজ রবিবার সকালে সেন্টারিং খোলার কাজ করছিল ঠিকাদারের লোকজন। খোলার পরই ব্রিজটি ধসে পড়ে।
২০১৯-২০২০ অর্থবছরে ২০ মিটার দীর্ঘ ব্রিজটির টেন্ডার দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজ কাজটি করছিল। ২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়-বরাদ্দ রয়েছে ব্রিজটি নির্মাণে। দুই পাশের গার্ডার এখন পর্যন্ত পুরোপুরি নির্মাণ না হওয়ায় ব্রিজটি ধসে পড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
২০২১ সালের জুন মাসে এই ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই ব্রিজটির নির্মাণ কাজ চলছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.