নির্মাণাধীন বাড়ির কাজে বাধা-চাঁদা দাবী, গ্রেফতার ইউপি চেয়ারম্যান

সাভার প্রতিনিধি: নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দেয়াসহ ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিরুলিয়ার কাকাবো এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি সম্প্রতি তার ৩ তলা বাড়িতে ৪র্থ তলার নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ শুরুর পর থেকেই বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার লোকজন ওই নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল এবং ১ লক্ষ টাকা আদায়ও করে নেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।

পরে ওই বাড়ির মালিক সাভার মডেল থানায় চাঁদাবাজীর মামলা দায়ের করলে পুলিশ গেল রাতে বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.