নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা : সিইসি

বিশেষ প্রতিনিধি: রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। নিজের ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা কাটাতে ভোটের দৃশ্যমান স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানালেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমন্বয়ে কেটে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.