BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক 

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক 

গাইবান্ধা প্রতিনিধি: দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণার ভ্রাম্যমাণ ভোটের গাড়ির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে গাড়িতে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার,জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেনী পেশার সর্বসাধারণ মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ