BTC News | বিটিসি নিউজ

নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে : প্রধান ‍উপদেষ্টা

নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে : প্রধান ‍উপদেষ্টা
বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২২ অক্টোবর) জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন উৎসবমুখর, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্রমশ বেশি সম্পৃক্ত হচ্ছে—এটি একটি উৎসাহব্যঞ্জক বিষয়।
রাষ্ট্রদূত জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীর ক্রমবর্ধমান সংখ্যার কথাও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান।
তারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং এ ক্ষেত্রে জার্মানির সহায়তার বিষয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং নতুন রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের ৫ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব বিআরটিএ’র হাতে থাকবে না : উপদেষ্টা মানসিক হাসপাতালের উন্নয়নে একনেকে ১ হাজার ৩৬৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন : পাবনায় আনন্দের বন্যা মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না : মৎস্য উপদেষ্টা নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে : প্রধান ‍উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে : আব্দুস সালাম ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায় আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাবনায় সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত