নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে শনিবার ইসির বৈঠক

 

ঢাকা প্রতিনিধিআজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানান, একাদশ সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে ৩ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেখানে যে তফসিল অনুমোদন পাবে, তা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, আগামীকাল বুধবার ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। পরদিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সিইসি কে এম নূরুল হুদা।

তিনি আরও বলেন, আগামী ৩ নভেম্বর শনিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনের ৩৮তম সভা বসবে। এই সভায় একাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদপূর্তির আগেই নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বাধ্য নির্বাচন কমিশন। সে অনুসারে, নভেম্বরের প্রথম দিকেই তফসিল দিয়ে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা করছে সংস্থাটি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.