নির্বাচনী মাঠে যা দেখবেন, সেখানেই সিদ্ধান্ত নেবেন : সিইসি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নরুল হুদা বলেছেন, আপনার মাঠে থাকবেন, মাঠে যা দেখবেন সেই অনুযায়ী সেখানেই সিদ্ধান্ত নেবেন। কারণ নির্বাচন কমিশন আপনাদের কাছে সেই দায়িত্ব অর্পণ করেছে। আপনার সেই দায়িত্ব ভালোভাবে পালন করবেন। এখানে অনেক কথা আসবে, অনেকে অনেক কথা বলবে, সেটাতে কান দেয়ার দরকার নেই।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন সিইসি কেএম নরুল হুদা

নরুল হুদা বলেন, সবাই যদি বলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন করা যাবে না, তাহলে সেটা করব না। এছাড়াও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন পরিচালনা করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বচন কমিশনার (সিইসি) আরও বলেন, মাঠে কাজ করতে গেলে অনেক সমস্যা মোকাবিলা করতে হবে। সেটা আপনারা নিজ দায়িত্বে মোকাবিলা করবেন। যখন যেটা পারবেন না, তাৎক্ষণিকভাবে সেটা আপনাদের সিনিয়র কর্মকর্তাদের জানাবেন, তারা সমাধানের চেষ্টা করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.