নির্বাচনী প্রচারণায় করোনার ভ্যাকসিনের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণায় নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় মার্কিনিদের দ্রুত সময়ের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন এবং মহামারি কাটিয়ে ‘অবিশ্বাস্য’ ভবিষ্যত নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গতকাল রবিবার (০৩ মে) টাউন হলে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে সম্প্রচারিত দুই ঘণ্টার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প।

ওই অনুষ্ঠানে করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে ‘যুদ্ধকালীন প্রেসিডেন্ট’ দাবি করেছেন ট্রাম্প। একই সঙ্গে নিজেকে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

অন্যদিকে এখনো নির্বাচনী প্রচারণা শুরু করেননি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে উঠেছে যৌন নির্যাতনের অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বাইডেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.